Saturday, August 13, 2016

সুউচ্চ বিল্ডিং নির্মান বনাম কিয়ামাতের আলামত

নগ্নপদ নগ্নদেহ রাখালদের সুউচ্চ বিল্ডিং নির্মান ।
এই নগ্নপদ নগ্নদেহ রাখাল কারা জানেন ?
আরবরা । নবী করীম সা. কেয়ামতের নিদর্শন বর্ণনা করতে গিয়ে বলেন-
নগ্নপদ নগ্নদেহ রাখালদের -সুউচ্চ বাড়ীঘর নির্মাণে প্রতিযোগিতায় মত্ত দেখবে।-” (মুসলিম)
হাদিসে উদ্দেশ্য হচ্ছে, পাহাড় পর্বত এবং সুদূর মরু প্রান্তরের রাখালেরা ছাগলের রাখালি ছেড়ে উঁচু উঁচু টাওয়ার নির্মাণে মত্ত হয়ে উঠবে। সকলেই চাইবে আমার-টা সবার চেয়ে উঁচুতে থাকুক!
বর্তমান আরব দেশগুলোতে এটা ব্যাপক মহামারীর আকার ধারণ করেছে।
প্রত্যেকটি দেশ-ই চাইছে, বিশ্বের সবচে’ দীর্ঘতম টাওয়ারটি তার দেশে হোক! এর জন্য যত টাকা দরকার হয়, খরচ করতে রাজী।
কে কার চেয়ে উচু করে বিল্ডিং নির্মাণ করতে পারে.. কে কার চেয়ে বেশি ডিজাইন/ষ্টাইল করে বাংলো বানাতে পারে আজ সেই প্রতিযোগীতায় ব্যস্ত আরবরা । অথচ এইতো কিছুদিন পূর্বেই তারা ছিল মেষপালের রাখাল। গায়ে ছিল না বস্ত্র, পায়ে ছিল না জুতো।
আমরা হাদিসের প্রমান আজ বাস্তবেই দেখতে পাচ্ছি দুবাই এর বিল্ডিং গুলো আজ মেঘের সাথে মিশে যাচ্ছে !
পৃথিবীর সবচেয়ে উচু বিল্ডিং হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এর বুর্জ আল খলিফা । ১৬০ তলা বিশিষ্ট এই টাওয়ারটির উচ্চতা ৮২৮ মিটার বা ২৭১৬ ফিট ।
সৌদি আরব ইতিমধ্যেই এটাকে চ্যালেঞ্জ করে কিংডম টাওয়ার বানানো শুরু করে দিয়েছে যেটি হবে ৩০০ তলা বিশিষ্ট যার উচ্চতা হবে ১০০০ মিটার বা ৩২৮০ ফিট ।
এবার বুঝুন মুসলমানরা কেন আজ পরাজিত ? কেন আজ নির্যাতিত ?
কেননা যারা তাদের নেতৃত্ব দিবে সেই আরবরাই আজ আখেরাতের প্রতিযোগীতা
না করে দুনিয়ার প্রতিযোগীতায় ব্যস্ত !
আল্লাহ আমাদের হেফাজত করুক,আমিন।
-Rashed Ibn Adam

No comments:

Post a Comment